×

আন্তর্জাতিক

ইরানি প্রতিরক্ষা শিল্পে মোসাদের নাশকতার চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ এএম

ইরানি প্রতিরক্ষা শিল্পে মোসাদের নাশকতার চেষ্টা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ এবং সশস্ত্র বাহিনী গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা শিল্পে মোসাদের ভয়াবহ নাশকতা নস্যাৎ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর: ইরনার। বিগত মাসগুলোতে একটি সম্পূর্ণ পেশাদার ও অভিজ্ঞ নেটওয়ার্কের ষড়যন্ত্র তারা নস্যাৎ করতে সক্ষম হয়েছেন। নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা তৎপরতায় তাদের চিহ্ণিত করা সম্ভব হয় এবং তারা ধরা পড়ে। ওই অনুপ্রবেশকারীরা ক্ষেপণাস্ত্র উৎপাদনে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করে প্রতিরক্ষা শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল। চক্রটি উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য এমন সব যন্ত্রাংশ সরবরাহ করেছিল যেগুলো নির্দিষ্ট সময় পর বিস্ফোরণ ঘটাতো। নিরাপত্তা বাহিনীর সফল তৎপরতায় অভ্যন্তরীণ গুপ্তচরদের সঙ্গে মোসাদের বিদেশি যে অংশটি যোগাযোগ রেখেছিল তাদের সব সরবরাহ রুট এবং কার্যক্রম চিহ্নিত করতে সক্ষম হয়েছে ইরানের গোয়েন্দা বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App