×

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত

ছবি-সংগৃহীত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী ওই বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হামলার শিকার হয় নিরাপত্তা বাহিনী। জায়গাটি আফগান সীমান্তের কাছাকাছি। এক মোটরসাইকেল আরোহীর শরীরে বোমা বাঁধা ছিল। পুলিশের গাড়িবহরের মাঝে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে সন্দেহ যাচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদা বা আইএসের দিকে। পুলিশের অভিযোগ, হামলাকারীদের অর্থ-অস্ত্র দিয়ে সাহায্য করছে প্রতিবেশী তালেবান সরকার। দুই বছর আগে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান জঙ্গিবাদে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, সীমান্ত অঞ্চলে হামলা বেড়েছে। এর আগে, আগস্ট মাসে একটি রাজনৈতিক দলের সম্মেলনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। নিহত হয় ৬০ জনের মতো। একশর বেশি লোক আহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App