×

আন্তর্জাতিক

পরমাণু হামলার মহড়া চালালো উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ এএম

পরমাণু হামলার মহড়া চালালো উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার জবাবে উত্তর কোরিয়া পরমাণু হামলার মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়ার নাম দিয়েছে 'ঝলসিত পৃথিবী'। বৃহস্পতিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফ বলেছেন, দক্ষিণ কোরীয় ভূখণ্ডকে দখলদারিত্ব মুক্ত করার লক্ষ্যে দেশের পুরো সামরিক বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। তিনি বলেন, বুধবার রাতে শত্রুর কল্পিত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার এবং দক্ষিণ কোরিয়ার মিলিটারি গ্যাংস্টারদের অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পরমাণু হামলার মহড়া চালানো হয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয় এবং যে দ্বীপকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেগুলো ভূমি থেকে ৪০০ মিটার ওপরে সঠিকভাবে বিস্ফোরিত হয়। ভূমি থেকে ৪০০ মিটার উপরে বিস্ফোরিত হবে বলে আগে থেকে ঠিক করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App