×

আন্তর্জাতিক

৮০ শতাংশ ভারতীয় মোদিকে পছন্দ করেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১০:৩৮ এএম

৮০ শতাংশ ভারতীয় মোদিকে পছন্দ করেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায় ৮০ শতাংশ নাগরিক পছন্দ করেন। আর প্রতি ১০ জনের প্রায় সাতজন ভারতীয় মনে করেন মোদির নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে ভারত আরও প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ (পিইডব্লিউ) রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

ভারতের দিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর এই জোটের এবারের সম্মেলনের আগে পিউ গবেষণা কেন্দ্রের এই জরিপ পরিচালিত হয়।

জরিপের তথ্য মতে, সারাবিশ্বের মানুষ ভারতকে নিয়ে সাধারণত ইতিবাচক মনোভাবই ধারণ করেন। জরিপে ৪৬ শতাংশ মানুষ ভারতের পক্ষে কথা বলেছেন। আর ৩৪ শতাংশ মানুষ বিপক্ষে। জরিপে অংশ নেয়া ১৬ শতাংশ মানুষ তাদের মতামত প্রকাশ করেননি।

ভারত সম্পর্কে সবচেয়ে ইতিবাচক ধারণ রয়েছে ইসরায়েলের মানুষের মধ্যে। সেদেশে ৭১ শতাংশ মানুষ ভারতের পক্ষে কথা বলেছেন।

পিউ জানায়, গত ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এই জরিপে ২৪ দেশের ৩০ হাজার ৮৬১ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নিয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৬১১ জন ভারতীয় ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App