×

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে জুমার দিন ও রমজানে মাগরিবের আযান শব্দ করে দেওয়া যাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১১:২৮ পিএম

নিউ ইয়র্কে জুমার দিন ও রমজানে মাগরিবের আযান শব্দ করে দেওয়া যাবে

ছবি: নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মসজিদগুলোতে শুধুমাত্র জুমার নামাজের আগে এবং রমজান মাসে শুধু মাগরিবের সময় অনুমতি সাপেক্ষে সুনির্দিষ্ট মাত্রায় শব্দ করে আযান দেওয়া যাবে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে ম্যানহাটনের সিটি হলে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিটির বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, ইসলামিক সেন্টারের শীর্ষ কর্তা, মেয়র অফিস ও এনওয়াইপিডি কর্মকর্তা, সিনেটর, বোরো প্রেসিডেন্টসহ অনেক জনপ্রতিনিধি। মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউ ইয়র্ক সিটি সব ধর্মের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। প্রতিটি ধর্মের বিশেষ পবিত্র দিন আছে। প্রধান ধর্মগুলোর কেউ শুক্র কেউ শনি কেউ রবি অথবা অন্যান্য দিন। সব ধর্মের প্রতি সম্মানের অংশ হিসেবে মুসলিম সম্প্রদায়কে এ সুযোগ দেয়া হয়েছে। আজকের দিনটি তাই মুসলিম কমিউনিটি আমাদের সবার জন্য ঐতিহাসিক। নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো মসজিদের বাইরে আযান প্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান বলেন, ২৩০ বছর আগে থেকে এই দেশ ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। এই শহর বৈচিত্র্যের শহর। নিউ ইয়র্ক সিটি পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করে। প্রতিবেশী অন্যান্য জাতি বর্ণ গোষ্ঠীর সম্মান ও সুবিধার কথা প্রত্যেকে স্মরণ রাখে। প্রতিটি মসজিদ অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট শব্দসীমা বজায় রেখে এক থেকে দুই মিনিটের মধ্যে আযান দিতে পারবে। বৈচিত্র্যতাই শক্তি। আজ আমরা সেটাই উদযাপন করছি। মেয়রের এ ঘোষণাকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্ক মজলিশে শূরার স্পেশাল রিপ্রেজেন্টিটিভ ইমাম তালেব আব্দুর রশিদ বলেন, এটা মুসলমানদের জন্য মাইলফলক। নিউ ইয়র্ক সিটি একটি নিয়মের মধ্যে চলে। এখানে হুজুগেই বলা যাবে না দৈনিক পাঁচবার শব্দ করে আজান দেওয়ার কথা। নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার বলেন, নিউ ইয়র্ক সিটি মেয়রের এই ঘোষণায় নিউ ইয়র্ক সিটি মুসলিম কমিটির দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে। এটি মুসলমানদের প্রথম পদক্ষেপ। নিয়মটি সঠিকভাবে মেনে চললে সামনে আরো বড় কিছু অর্জন করা সম্ভব হবে। গত ২৪ অগাস্ট শুক্রবার নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার মার্ক টি স্টিয়ার্ট স্বাক্ষরিত একটি 'ভুয়া' বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, নিউ ইয়র্ক শহরের মসজিদে মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত মাইকে শব্দ করে আযান দেওয়া যাবে বলে উল্লেখ করা হয়। তা দেখে নানান গণমাধ্যম সংবাদ পরিবেশনও করে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আযান দেওয়ার বিষয়টি সুনির্দিষ্ট করে স্পষ্ট করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App