×

আন্তর্জাতিক

টয়োটার সব কারখানায় গাড়ি তৈরি বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১১:১৩ এএম

টয়োটার সব কারখানায় গাড়ি তৈরি বন্ধ

ছবি: জাপান টাইমস

উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে জাপানে সব কারখানায় গাড়ি তৈরির কাজ স্থগিত করেছে অটোমোবাইল জায়ান্ট টয়োটা।

এর ফলে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত এই গাড়ি তৈরি কোম্পানির দেশীয় উৎপাদন থমকে গেছে। ত্রুটির কারণে কোম্পানিটি যন্ত্রাংশ কেনার অর্ডার দিতে পারছে না।খবর বিবিসি জাপান টাইমসের।

টয়োটার এক মুখপাত্র জাপান টাইমসকে বলেছেন, সোমবার থেকে টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করে। তবে, বুধবার থেকে ১৪ কারখানার মধ্যে ১২টি কারখানায় ত্রুটি সংশোধন করে আবারও উৎপাদনে এসেছে।

সব কারখানায় কাজ আবার কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানিটি এখনও কিছু বলেনি এবং হঠাৎ কাজ বন্ধের কারণে আনুমানিক কতটা ক্ষতি হবে সে বিষয়েও কোনও ধারণা দেয়নি।

টয়োটার ওই ১৪টি কারখানায় কোম্পানিটির বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়।

নানা কারণে টয়োটার উৎপাদন বেশ কমেছিল গত কয়েক বছরে। গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। কাজ বন্ধ থাকায় গাড়ির উৎপাদন ব্যাহত হয়। কোভিডের কারণেও গত বছর টয়োটায় কাজ বন্ধ ছিল।

তবে চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির উৎপাদন আগের তুলনায় বেড়েছিল। গত দুই বছরের মধ্যে এ বছরই প্রথমবারের মতো প্রবৃদ্ধির মুখ দেখছিল কোম্পানিটি। উৎপাদন বাড়ানোর ছন্দে থাকার সময়ই ফের কাজ স্থগিতের ঘটনা ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App