×

আন্তর্জাতিক

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে চীন সফরে যাবেন পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক তিন ব্যক্তি জানিয়েছেন, অক্টোবরে বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নিতে পুতিনের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন। পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন। খবর ব্লুমবার্গের

এর আগে গত মার্চে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি। ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী করে তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের নাগরিকদের তাদের ভূখণ্ড থেকে রাশিয়ান ফেডারেশনে বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগ আনা হয় পুতিনের বিরুদ্ধে। তবে ইউক্রেনে সহিংসতার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। মস্কোর দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলো রামিয়ার জন্য কোনো অর্থ বহন করে না। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইনের পক্ষে নয় এবং এর অধীনে কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App