×

আন্তর্জাতিক

এক বছরে মালিতে দখলকৃত এলাকা দ্বিগুণ করল আইএস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৯:৩১ এএম

এক বছরে মালিতে দখলকৃত এলাকা দ্বিগুণ করল আইএস
সশস্ত্র জঙ্গি গোষ্ঠী-আইএস পাশ্চিমা আফ্রিকার দেশ মালিতে এক বছরেরও কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণের এলাকা দ্বিগুণ করেছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি নতুন প্রতিবেদনে জানিয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটি এখন পূর্ব মেনাকার গ্রামীণ এলাকা এবং উত্তর গাওর আনসোঙ্গো এলাকার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মালিতে সরকার, সরকারপন্থী মিলিশিয়া এবং স্বায়ত্তশাসন চায় এমন গোষ্ঠীসহ তিনটি পক্ষ শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। সংঘাতে জর্জরিত মালিতে শান্তি ফিরিয়ে আনতে চুক্তি করা হলেও বাস্তবায়ন তো হয়নি বরং অচলাবস্থা তৈরি হয়েছে। জাতিসংঘের হিসেবে, মালিতে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে দায়ী আইএসের দীর্ঘস্থায়ী সহিংসতা বন্ধ না হওয়া। জাতিসংঘের বিশেষজ্ঞদের প্যানেল আরও জানায়, চুক্তিটি বাস্তবায়নে অচলাবস্থার ফলে আল-কায়েদা-সংশ্লিষ্ট জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম নামক দল প্রতিষ্ঠিত হয়েছে যারা উত্তর মালিতে নেতৃত্বের জন্য লড়াই করতে জেএনআইএম নামে পরিচিত। এই অঞ্চলে আইএস যোদ্ধাদের দীর্ঘস্থায়ী সহিংসতা এবং আক্রমণ শান্তি চুক্তিকে দুর্বল করে দিচ্ছে বিধায় এই দুর্বলতার সুযোগ নিচ্ছে জেএনআইএম। এই অঞ্চলের জনগণকে ইসলামিক স্টেটের হাত থেকে রক্ষাকর্তা হিসাবে নিজেদের জাহির করছে গোষ্ঠীটি। জাতিসংঘ আরো জানায়, এতসব কিছুর পরও মালির সামরিক শাসকরা কোন পদক্ষেপ না নিয়ে দূর থেকে আইএসআইএল এবং জেএনআইএমের মধ্যে সংঘর্ষ দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App