×

আন্তর্জাতিক

মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১২:৪২ পিএম

মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থা বলেছে, দেশটির অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ চলছে। এ কারণে এ রেকর্ড তাপমাত্রা অনুভব হচ্ছে শহরটিতে।খবর রয়টার্সের।

সংস্থাটি বলেছে, ইতালীয় আল্পসেও ‘তীব্র ও অস্বাভাবিক’ তাপমাত্রা বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহটি শেষ হতে চলেছে।এদিকে বুধবার (২৩ আগস্ট) মিলানো ব্রেরা আবহাওয়া কেন্দ্রে গড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

১৭৬৩ সালে প্রথম তাপমাত্রা রেকর্ড করা শুরুর পর থেকে এটাই শহরটির সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০৩ সালে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে প্রবল বজ্রঝড়ের পূর্ভাবাসও দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App