×

আন্তর্জাতিক

ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১২:২১ পিএম

ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ
পশ্চিম আফ্রিকার সামরিক অভ্যুত্থান-কবিলত দেশ নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দায়ে নিয়ামিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছে। খবর: রয়টার্সের। নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি সাঙ্গারি জানিয়েছেন, তার মন্ত্রণালয় শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে বৈঠকের জন্য ডেকেছিল কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এছাড়া, প্যারিস সরকার নাইজারের স্বার্থবিরোধী যেসব কর্মকাণ্ড করেছে তার প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ামি ত্যাগ করতে বলা হয়েছে। নাইজারের সেনাবাহিনী গত ২৬ জুলাই ফ্রান্স-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। এতে নাখোশ হয় প্যারিস। নাইজারের সামরিক জান্তা অভিযোগ করছেন, বাজুমকে পুনরায় ক্ষমতায় বসাতে ফ্রান্স সরকার নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে চায়। তবে নাইজারের সামরিক শাসকের এই অভিযোগ অস্বীকার করে ফ্রান্স সরকার বলেছে, নাইজারে ফ্রান্সের কোনো নাগরিক বা স্বার্থে আঘাত হানা হলে তার ‘তাৎক্ষণিক ও আপোষহীন’ জবাব দেয়া হবে। গতমাসে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে নাইজারের জনগণ এ পর্যন্ত বেশ কয়েকবার রাজপথে মিছিল করে সামরিক শাসকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা পশ্চিমা-সমর্থিত সাবেক বাজুম সরকারকে প্রত্যাখ্যান করে স্লোগান দেন। চলতি মাসের গোড়ার দিকে হাজার হাজার মানুষ নাইজারের ফরাসি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং বহু বছর ধরে দেশটিতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানান। তারা নাইজার থেকে সব সেনা প্রত্যাহার করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App