×

আন্তর্জাতিক

ইউক্রেনের ৪২ ড্রোন হামলা প্রতিহত করলো রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০২:২৯ পিএম

ইউক্রেনের ৪২ ড্রোন হামলা প্রতিহত করলো রাশিয়া

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতভর ৪২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

শুক্রবার (২৪ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেন।

এক টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রে ৯টি চালকবিহীন উড়োজাহাজ (ড্রোন) ধ্বংস করা হয়েছে। তড়িৎ-চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করে ৩৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না তা জানা যায় নি।

২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে কিয়েভ প্রায়ই ক্রিমিয়াকে লক্ষ্যবস্তু করে আসছে। তবে গত কয়েক সপ্তাহে হামলার সংখ্যা বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App