×

আন্তর্জাতিক

প্রিগোজিনের বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৩:৩৬ পিএম

প্রিগোজিনের বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বিধ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক রুশ মিডিয়া।

স্থানীয় বুধবার ওয়াগনার প্রধানের মৃত্যুর পর এ তথ্য জানায় তারা। খবর রয়টার্সের।

এমব্রায়ের (ইএমবিআর৩.এসএ) লিগাসে এক্সিকিউটিভ জেট প্লেনে করে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন প্রিগোজিনসহ মোট ১০ আরোহী। রাডারের তথ্য থেকে জানা গেছে, প্লেনটি বিধ্বস্ত হওয়ার ৩০ সেকেন্ড আগেও এতে কোনো ধরনের সমস্যা ছিল না। হঠাৎ করেই প্লেনটি খাড়াখাড়িভাবে মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে পরিচয় গোপন রাখার শর্তে কিছু সূত্র রাশিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের বিশ্বাস প্লেনটি এক বা একাধিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে।

ব্রাজিলিয়ান প্লেন উৎপাদনকারী এমব্রায়ার জানিয়েছে, যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে সেটিতে সাম্প্রতিক বছরগুলোতে তারা কোনো সার্ভিস করেনি। প্লেনটিতে একসঙ্গে ১৩ জন ভ্রমণ করতে পারতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App