×

আন্তর্জাতিক

চন্দ্রবিজয়ে ইতিহাস গড়লো ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৫ পিএম

চন্দ্রবিজয়ে ইতিহাস গড়লো ভারত

প্রতীকী ছবি

চন্দ্রবিজয়ে ইতিহাস গড়লো ভারত
চন্দ্রবিজয়ে ইতিহাস গড়লো ভারত

ছবি: এনডিটিভি

ইতিহাস গড়েছে ভারত। চাঁদের মাটিতে নেমেছে চন্দ্রযান-৩। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান সফল হওয়ায় চাঁদের চন্দ্রযান পাঠানো প্রথম কোনো দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে ভারত। এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত হলো এই তালিকার চতুর্থ দেশ। সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নভোযানটি উৎক্ষেপণ করে প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গেল শনিবার চাঁদে বিধ্বস্ত হয়। এরমধ্য দিয়ে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এই ঘটনার দিন কয়েকের মাথায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করে সফল হলো ভারত। [caption id="attachment_458718" align="aligncenter" width="1276"] ছবি: এনডিটিভি[/caption] এর আগে ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। এদিকে দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। বুধবার সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করেন। ইসরোর সরাসরি সম্প্রচারে চোখ রাখেন মোদী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App