×

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ইউক্রেনের গোয়েন্দা জাহাজে রাশিয়ার বিমান হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১০:৪১ এএম

কৃষ্ণসাগরে ইউক্রেনের গোয়েন্দা জাহাজে রাশিয়ার বিমান হামলা

ছবি: বিবিসি

রাশিয়ার একটি যুদ্ধবিমান কৃষ্ণসাগরে ইউক্রেনের একটি গোয়েন্দা নৌযান ধ্বংস করে দিয়েছে। সেইসঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা একটি পোস্টে মঙ্গলবার বলা হয়, কৃষ্ণসাগরে রাশিয়ার গ্যাস উৎপাদন এলাকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি গোয়েন্দা নৌযান ধ্বংস করা হয়েছে। ওই হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের একটি এসইউ-৩০ যুদ্ধবিমান অংশ নেয়।

তবে যে নৌযান ধ্বংস করা হয়েছে সেটির বিস্তারিত বিবরণ কিংবা সুনির্দিষ্টভাবে কোন স্থানে এটির ওপর হামলা চালানো হয়েছে তা পোস্টে জানানো হয়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেক ঘোষণায় বলেছে, কিয়েভ সরকার আবার মস্কোয় হামলা চালানোর জন্য চারটি ড্রোন পাঠিয়েছিল কিন্তু সেগুলোর সবগুলোকে ধ্বংসা করা হয়েছে।

এগুলোর মধ্যে দুটি ড্রোনকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক অঞ্চলে ধ্বংস করা হয় এবং বাকি দু’টিকে মস্কো অঞ্চলে বিধ্বস্ত করা হয়।

ইউক্রেনের ড্রোন হামলা চালানোর প্রচেষ্টায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে মস্কো। ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোনের সাহায্যে মস্কোয় হামলার চেষ্টা জোরদার করেছে যদিও এসব প্রচেষ্টার বেশিরভাগই ব্যর্থ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App