×

আন্তর্জাতিক

হিমাচলে বন্যা-ভূমিধসে ৭৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম

হিমাচলে বন্যা-ভূমিধসে ৭৪ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। উদ্ধারকর্মীরা শিমলার শিব মন্দিরে থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন। একই সময় চামবায় আরো দুজনের মৃত্যু হয়।

শিমলায় তিনটি বড় আকারের ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সামার হিলের শিব মন্দিরের দুর্ঘটনাও অন্তর্ভুক্ত। খবর এনডিটিভির।

বর্ষা মৌসুম শুরুর পর গত ৫৫ দিনে শিমলায় ১১৩টি ভূমিধস হয়েছে। যার ফলে দেশটির গণপূর্ত বিভাগ দুই হাজার ৪৯১ কোটি রুপি ও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এক হাজার কোটি রুপি ক্ষতির শিকার হয়েছে। শিমলার সামার হিল এলাকায় বন্যার পানিতে রেলপথের একটি অংশ ভেসে গেছে। যার ফলে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে হিমাচলে বৃষ্টিপাত সংক্রান্ত কারণে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App