×

আন্তর্জাতিক

ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম

ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
ইউক্রেনের উত্তরের ঐতিহ্যবাহী শহর চেরনিহিভের প্রাণকেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ছয় বছরের এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৪ জন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হামলার এখবর জানিয়ে বলা হয়, ধর্মীয় একটি ছুটির দিন উদযাপন করতে লোকজন দল বেঁধে শনিবার গির্জার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই তাদের উপর হামলা হয়। খবর রয়টার্সের। আহতদের মধ্যে ১২টি শিশু এবং ১০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।সুইডেন সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে লেখেন, রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আমাদের চেরনিহিভ নগরীর ঠিক প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। যেখানে সিটি সেন্টার, পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং একটি থিয়েটার রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৪৫ কিলোমিটার উত্তরের নগরী চেরনিহিভ কয়েক শতাব্দী প্রাচীন গির্জা এবং বড় বড় গাছের সারি দিয়ে সাজানো রাস্তার জন্য বিখ্যাত। হামলায় ড্রামা থিয়েটারের ছাদ উড়ে গেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।শুধু ক্ষেপণাস্ত্র নয় বরং ড্রোন দিয়েও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ হামলায় মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। তারা বলছে, শুক্রবার রাতে তারা রাশিয়ার পাঠানো ১৭টি ইরানি ড্রোনের মধ্যে ১৫টি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App