×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় দ. কোরিয়া ও জাপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় দ. কোরিয়া ও জাপান

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।

একইসঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের ‘বিপজ্জনক ও আগ্রাসী আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সক ইয়ল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিয়ে এ শীর্ষ বৈঠকের আয়োজন করে বাইডেন প্রশাসন।

চীনের বাড়তে থাকা শক্তি ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে ঐক্য প্রদর্শনের উদ্দেশে এ বৈঠকের আয়োজন করা হয়। খবর রয়টার্সের।

বৈঠকের বিষয়ে দেয়া বিবৃতিতে সংকটকালে তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়ে অঙ্গীকারবদ্ধ বলে জানায় তিন দেশ। একই সঙ্গে আঞ্চলিক চ্যালেঞ্জ, উসকানি ও সাধারণ স্বার্থের ওপর হুমকি মোকাবিলায় সমন্বিত প্রতিক্রিয়া জানানোর বিষয়ে একমত হওয়ার কথাও জানায় দেশ তিনটি।

যুক্তরাষ্ট্র ও এশিয়ার মিত্র দুই দেশ প্রতি বছর সামরিক মহড়া আয়োজনের বিষয়ে সম্মত হয়। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে ২০২৩ সালের শেষ নাগাদ তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করার বিষয়ে একমত হয় যুক্তরাষ্ট্রসহ তিন দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App