×

আন্তর্জাতিক

কানাডায় ভয়াবহ দাবানল, এক প্রদেশে জরুরি অবস্থা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১১:২৪ এএম

কানাডায় ভয়াবহ দাবানল, এক প্রদেশে জরুরি অবস্থা জারি
কানাডায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরো অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর: বিবিসি’র ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, 'পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের দিনগুলোতে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে রয়েছি। ‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের এই দাবানল ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে। অন্যদিকে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শহরের মেয়রের সঙ্গে পরিস্থিতি নিয়ে তিনি যোগাযোগ রাখছেন। এখনো সামনের দিনগুলোতে যথাযথ সহযোগিতা দেয়ার বিষয়ে সরকারের অঙ্গীকারের বিষয়টি আমি পুনর্ব্যক্ত করছি। প্রায় ৪৬ হাজার মানুষ উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাস করে। ওই অঞ্চলের ইতিহাসে বিমান নির্ভর উদ্ধারের ঘটনা এটি সবচেয়ে বড়। ফোর্ট স্মিথ, হ্যা রিভার, এন্টারপ্রাইজ ও জিন ম্যারি রিভার কমিউনিটিগুলো এভাকুয়েশন আদেশের আওতায় আছে।হ্যা রিভারের ১৩০ কিলোমিটার দুরে কাকিসা কমিউনিটি আছে যেখানে ৪০ জনের মতো ব্যক্তি আছে সেটিও এই আদেশের আওতায় পড়েছে। কানাডা এবার সবচেয়ে মারাত্মক দাবানল মৌসুম পার করছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গরম ও শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বেড়েছে যা দাবানল বাড়িয়ে তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App