×

আন্তর্জাতিক

ট্রাম্পের মামলার বিচারককে হুমকিদাতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১০:২০ এএম

ট্রাম্পের মামলার বিচারককে হুমকিদাতা গ্রেপ্তার

বিচারক তানিয়া চাটকিন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা তদারককারী ফেডারেল বিচারককে হত্যার হুমকি দিয়ে টেক্সাসের এক নারী গ্রেপ্তার ও অভিযুক্ত হয়েছেন। অভিযোগনামায় বলা হয়েছে, গত পাঁচ অগাস্ট ওয়াশিংটন ডিসির আদালতে ফোন করেন অ্যাবিগাল জো শ্রাই (৪৩) নামে এই নারী। সেসময় মার্কিন ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকিনকে বর্ণবাদী ভাষায় আক্রমণ করে হুমকি দেন তিনি।খবর বিবিসি ও এবিসি নিউজের। কংগ্রেসের ডেমোক্র্যাটিক এক সদস্যকেও শ্রাই হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ আছে।। আদালতের নথি বলছে, তদন্তকারীরা তার ফোন নম্বর শনাক্তের পর তিনি ফোন করার বিষয়টি স্বীকার করেছেন। ফোন কলে শ্রাই বিচারককে বলেছিলেন, আমাদের নজরে আছেন আপনি। আমরা আপনাকে হত্যা করতে চাই। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের মামলা তদারক করছেন বিচারক চাটকিন। শ্রাই আরও বলেছিলেন, ট্রাম্প ২০২৪ সালে নির্বাচিত না হলে আমরা আপনাকে মারতে আসব। আদালতের নথি অনুসারে, শ্রাই ওয়াশিংটন ডিসির সব ডেমোক্র্যাট এবং এলজিবিটি সম্প্রদায়ের সবাইকেও হুমকি দেন। সেইসঙ্গে টেক্সাসের এক কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট ও কংগ্রেস সদস্য শেইলা জ্যাকসন লিকে হত্যার হুমকি দিয়েছেন তিনি। শ্রাইয়ের ফোনকলের একদিন আগেই ট্রাম্প স্যেশাল মেডিয়া প্লাটফর্ম ট্রুথ স্যোশালে হুমকি দিয়ে বলেছিলেন, আপনারা আমার পেছনে লাগলে আমিও আপনাদের পছনে লাগব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App