×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় উদ্ধারাভিযানকালীন বিমান বিধ্বস্ত, ২৪ সৈন্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম

নাইজেরিয়ায় উদ্ধারাভিযানকালীন বিমান বিধ্বস্ত, ২৪ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেয়ার অভিযানের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুই ডজন সেনা সদস্য নিহত হয়েছেন। গত সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্তে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। খবর এপি, আলজাজিরার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানী আবুুজায় এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা বিমান বিধ্বস্তে সৈন্যদের হতাহতের ওই পরিসংখ্যান জানিয়েছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৪ জন সৈন্য ছিলেন। তারা ছাড়াও আরও সাতজন আহত সৈন্য, দুই পাইলট ও দুজন ক্রু সদস্য ছিলেন। দেশটির নাইজার রাজ্যের শিরোরোর স্থানীয় সরকার নিয়ন্ত্রিত এলাকার চুকুবা গ্রামের কাছে সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হতাহত সৈন্যদের উদ্ধার অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App