×

আন্তর্জাতিক

নৌকাডুবিতে ৬৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম

নৌকাডুবিতে ৬৩ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

কেপ ভার্দে দ্বীপপুঞ্জের একটি নৌকাডুবিতে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি সেনেগাল থেকে আসছিল।

বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বিষয়টি জানিয়েছে। আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এই নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর জীবিত ৩৮ জনের মধ্যে ১২-১৬ বছর বয়সী চার শিশু রয়েছে। খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, কাঠের তৈরি এই নৌকা কেপ ভার্দিয়ান দ্বীপ স্যাল থেকে প্রায় ২৭৭ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে শনাক্ত করা হয়। মাছ শিকার করা স্প্যানিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত ১০ জুলাই ১০১ জনকে নিয়ে নৌকাটি সেনেগালের ফাসে বোয়ে থেকে রওনা দেয়। সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেনেগাল ছাড়াও সিয়েরা লিওন ও গিনি-বিসাউয়ের নাগরিকরা নৌকাটিতে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App