×

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে অর্থপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:৫৭ এএম

সিঙ্গাপুরে অর্থপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ১০

ছবি: রয়টার্স

সিঙ্গাপুরে অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়ে ১০ বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০০ কোটি সিঙ্গাপুরি ডলারের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্য সম্পদ জব্দ করা হয়েছে।খবর রয়টার্সের।

দেশটির পুলিশ বুধবার এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার সিঙ্গাপুরজুড়ে অভিযান চালিয়েছে।

সিঙ্গাপুরের পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তারা চীন, তুরস্ক, সাইপ্রাস, ক্যাম্বোডিয়া এবং ভানুয়াতুর নাগরিক।

এক বিবৃতিতে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সম্ভাব্য জালিয়াতির অর্থ যেখানে চিহ্নিত করা হয়েছে সেসব আর্থিক প্রতিষ্ঠানের (এফআই) সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নজরদারির কাজ চলছে। তবে এসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App