×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করবে চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১২:৪১ পিএম

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করবে চীন

ইয়াহু নিউজ

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে চীন।

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার আওতায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠতর হবে বেইজিং।খবর ইয়াহু নিউজের।

তিনি গত মঙ্গলবার (১৫ আগস্ট ) রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনে দেয়া বক্তব্যে এ কথা বলেন।

লি শাংফু বলেন, আমরা এসসিও’র নতুন সদস্য ইরানের পাশাপাশি বেলারুশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করব।

বেলারুশ অচিরেই এসসিওর পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে যাচ্ছে বলে তিনি জানান। ইরান গত ৪ জুলাই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী তার ভাষণে আরো বলেন, বেইজিং অন্যান্য দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর এবং সমরাস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে।

চীনের সর্ববৃহৎ শহর ও আন্তর্জাতিক বাণিজ্যিক নগরী সাংহাইয়ে ২০০১ সালের ১৫ জুন এসসিও গঠিত হয়।ইরানসহ এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্য নয়টি।

বাকি আট সদস্যদেশ হচ্ছে- চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান, কাজাখস্তান ও তাজিকিস্তান।

সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলো বিশ্বের মোট জিডিপির শতকরা প্রায় ২০ ভাগ নিয়ন্ত্রণ করে। এছাড়া, ইরান এসসিওর সদস্যপদ লাভের পর সংস্থাটি এখন বিশ্বের তেল ভাণ্ডারের শতকরা প্রায় ২০ ভাগ নিয়ন্ত্রণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App