×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সফরে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, ক্ষুব্ধ চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্র সফরে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, ক্ষুব্ধ চীন

ছবি: বিবিসি

আকস্মিক যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ সফরের নিন্দা জানিয়ে লাইকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়েছে চীন।

স্থানীয় সময় রবিবার (১৩ আগস্ট) লাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই সতর্ক করে চীন। খবর বিবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ এবং জোরাল পদক্ষেপ নেবে তারা।

প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রানজিট নিতে নিউইয়র্কে নেমেছেন উইলিয়াম লাই। তাইওয়ানে ফেরার পথে বুধবার তার যুক্তরাষ্ট্রের আরেক শহর সাফ্রান্সিস্কোতে নামার কথা রয়েছে।

আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে সাধারণ নির্বাচন। এতে লাইয়ের প্রেসিডেন্ট পদে লড়ার কথা রয়েছে।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্কে নামতেই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কোনও বিচ্ছিন্নতাবাদীর সফরের বিরুদ্ধে। চীন পরিস্থিতি নজরে রাখছে এবং নিজেদের সার্বভৌমত্বের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেবে।

তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। সেকারণে লাইয়ের সফরের নিন্দা বরাবরই করে এসেছে চীন। ওদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীনতাতেই বিশ্বাস করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App