×

আন্তর্জাতিক

এবার প্রিয়াংকার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০১:২৪ পিএম

এবার প্রিয়াংকার বিরুদ্ধে মামলা

কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত টুইটকে ঘিরে এবার ভারতীয় জাতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে টুইট করেন এই নেত্রী। খবর এবিপির।

জ্ঞানেন্দ্র আবেস্তি নামের এক ব্যক্তির লেখা একটি চিঠিতে দাবি করা হয়, মধ্যপ্রদেশে যে কোনো সরকারি কাজ করতে হলে ঠিকাদারদের ৫০ শতাংশ কমিশন দিতে হয়। সেই চিঠিটির ছবিই টুইট করেন প্রিয়াংকা। আর এতেই বাধে বিপত্তি।

বিজেপির দাবি, টুইট করা চিঠিটি ভুয়া ও বানোয়াট। এ অভিযোগের সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনার পর রাতেই মধ্যপ্রদেশের ইন্দোরে প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারা (প্রতারণা) ও ৪৬৯ (সম্মানহানির উদ্দেশ্যে জালিয়াতি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App