×

আন্তর্জাতিক

বেলারুশকে শত্রু দেশ ঘোষণা করলো পোল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০২:৫৩ পিএম

বেলারুশকে শত্রু দেশ ঘোষণা করলো পোল্যান্ড

ছবি: এবিসি

প্রতিবেশী বেলারুশকে পোল্যান্ড শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে। পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি শনিবার বলেন, বেলারুশ যদি পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তাহলে তাকে অবশ্যই পোল্যান্ডের দাবিগুলো পূরণ করতে হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার আহ্বান জানানোর পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো।খবর এবিসি নিউজের।

বেলারুশের প্রেসিডেন্টের আহ্বান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে জাবলোনস্কি বলেন, বেলারুশের নেতার এই আহবান ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।

পোলিশ উপ পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে আরো বলেন, আমরা বলছি যে, পোল্যান্ডের সীমান্তে হামলা চলছে, ফলে বেলারুশের নেতার কাছ থেকে আমরা আবারো ফাঁকা বুলি শুনছি। তার বক্তব্যের প্রকৃতপক্ষে কোনো সত্যতা নেই।

পোল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সঙ্গে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App