×

আন্তর্জাতিক

সীমান্ত বিরোধ নিয়ে বৈঠকে বসছে ভারত-চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম

সীমান্ত বিরোধ নিয়ে বৈঠকে বসছে ভারত-চীন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে আগামী ২২ ও ২৪ আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। এর আগে পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা। সীমান্ত নিয়ে ১৯তম বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে সেনা সূত্রের খবর। ভারতের তরফে এই বৈঠকে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল রশিম বালি। এর আগে গত ২৩ এপ্রিল এসসিও বৈঠকের আগে সীমান্ত বৈঠকে বসেছিল ভারত ও চিন। পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সরানো নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি দুই পক্ষ। ২০১৭ সালে ডোকলাম সংঘাতের পর ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়া— বার বার উত্তপ্ত থেকেছে ভারত-চিন সীমান্ত। প্রসঙ্গত, ভারত-চিনের মাঝে থাকা ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসাবে কখনওই স্বীকার করেনি চিন। চিনের বিরুদ্ধে একতরফাভাবে সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার অভিযোগ তুলেছে ভারত। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে হতে চলা জি-২০ বৈঠকে উপস্থিত থাকার কথা জিনপিংয়ের। মূল বৈঠকের পাশাপাশি একটি পার্শ্ব বৈঠকও করতে পারেন ভারত এবং চিনের রাষ্ট্রপ্রধান। তার আগেই সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে চাইছে বেজিং ও নয়াদিল্লি। সূত্র-আনন্দবাজার পত্রিকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App