×

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় ২০ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম

ক্রিমিয়ায় ২০ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেইনের পাঠানো ২০টি ড্রোন ধ্বংস করেছে।

শনিবার মধ্যরাতের এ হামলা চালায় ইউক্রেন। এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে টেলিগ্রাম অ্যাপে দেয়া এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে।খবর রয়টার্স ও আল-জাজিরার।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা সিস্টেম ১৪টি ড্রোন ধ্বংস করেছে এবং ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে অন্য ছয়টি ধ্বংস করা হয়েছে, বলেছে তারা।

ক্রিমিয়ায় ইউক্রেইনের ড্রোনগুলোর লক্ষ্যস্থল কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির আগে রাশিয়ার নিয়োগকৃত ক্রিমিয়ার গভর্নর সের্গেই ক্রিউচকোভ জানিয়েছিলেন, বিমান প্রতিরক্ষা পদ্ধতি উপদ্বীপের বিভিন্ন অংশে আকাশপথে চালানো হামলা প্রতিরোধ করে চলেছে।

ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম অ্যাপের চ্যানেলে বলেছে, রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে সংযোগকারী ক্রিমিয়াসেতু স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টা থেকে পরবর্তী প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App