×

আন্তর্জাতিক

একমাত্র এরদোগানই পারেন পুতিনকে ফিরিয়ে আনতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০১:৪৮ পিএম

একমাত্র এরদোগানই পারেন পুতিনকে ফিরিয়ে আনতে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কৃষ্ণ সাগর করিডোর দিয়ে শস্য রপ্তানির চুক্তিতে ফিরিয়ে আনতে পারেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে এ কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি এটা বলা ভুল হবে না যে প্রেসিডেন্ট এরদোগানই সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট পুতিনকে কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরে যেতে রাজি করাতে পারেন। কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানির নিষেধাজ্ঞা আফ্রিকাকেও ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তিনবার আফ্রিকা মহাদেশ সফর করেছেন। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আফ্রিকায় রাশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ হল ওয়াগনার পিএমসি, যা আফ্রিকার বিপদে একটি বিনিয়োগ ছিলো। তবে আমরা আফ্রিকার শিক্ষা, নির্মাণ এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রে সহযোগিতা করতে চাই যাতে ইউক্রেন এবং আফ্রিকা উভয়েই উপকৃত হই। জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালের আগস্টে কৃষ্ণসাগর রুটে ইউক্রেনের শস্য রপ্তানি শুরু হয়।চলতি বছরের জুলাইয়ে রাশিয়া এ চুক্তি থেকে বেরিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App