×

আন্তর্জাতিক

ছবি তুলতে গিয়ে পাহাড়ের নিচে পর্যটকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:৫৪ পিএম

ছবি তুলতে গিয়ে পাহাড়ের নিচে পর্যটকরা

ছবি: সংগৃহীত

পর্যটকরা ভীষণ উল্লাসে ছবি তুলছিলেন। এর মধ্যেই তাদের ১৫০ ফুট উঁচু থেকে আসা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে’র সমুদ্রের ধারে পাহাড়ের নিচে।

ভয়ানক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অপর এক পর্যটক। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী এ ঘটনার ভিডিওটি শেয়ার করেছে ডরসেট কাউন্সিল। একই সঙ্গে পর্যটকদেরও দেয়া হয়েছে সতর্কবার্তা। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর আসেনি। তবে আপাতত পর্যটনস্থলটি বন্ধ রয়েছে।

এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ তারা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। এসময় ছবি তুলছিলেন পাহাড়ের খুব কাছে থাকা বেশ কয়েকজন পর্যটক। আচমকাই তাদের ওপর ভেঙে পড়ে পাহাড়ের বিশাল একাংশ। কোনো রকমে রক্ষা পান তারা।

প্রসঙ্গত, ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। যা একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে বিশ্বের বুকে ঠাঁই করে নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App