×

আন্তর্জাতিক

নৌকাডুবিতে ২৩ রোহিঙ্গার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম

নৌকাডুবিতে ২৩ রোহিঙ্গার মৃত্যু
মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৩০ জন নিখোঁজ রযেছেন এবং আটজন দুর্ঘটনায় বেঁচে গেছেন। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা মালয়েশিয়া পৌঁছানোর চেষ্টা করার সময় ৫০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি নৌকা রওনা হয়। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা। এ সপ্তাহে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ। সবাই রোহিঙ্গা মুসলিম। উল্লেখ্য, মিয়ানমার সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে ঘরবাড়ি ছেড়ে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। যেসব রোহিঙ্গা মিয়ানমারে রয়েছেন, ২০২১ সালে দেশটিতে সেনাঅভ্যুত্থানের পর থেকে তারাও পালিয়ে অন্যদেশে আশ্রয় নেয়ার পথ খুঁজছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App