×

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া-ফিলিপাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৩:০৬ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া-ফিলিপাইন

ছবি: বিবিসি

ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দেশ দুটিতে এ ভূকম্পনের সৃষ্টি হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

সংস্থাটির তথ্যানুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ভূকম্পনটির গভীরতা ছিল ৯০ দশমিক ৫ কিলোমিটার। তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। দেশটিতে ২৭ কোটি মানুষের বসবাস।

এদিকে বৃহস্পতিবার ফিলিপাইনেও ভূমিকম্প আঘাত হানে। দেশটির সারাঙ্গানি শহর থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৬ দশমিক ৫ কিলোমিটার। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App