×

আন্তর্জাতিক

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৯:৫৪ এএম

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীকে প্রচার সমাবেশে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দেশটির জাতীয় পরিষদের সদস্য ও আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুইটোতে হওয়া তার প্রচারণা সমাবেশ থেকে বেরিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

তার প্রচারাভিযান দলের এক সদস্য স্থানীয় মিডিয়াকে বলেন, সমাবেশ শেষে ভিলাভিসেনসিও যখন ফেরার জন্য গাড়িতে উঠছিলেন তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় তিনবার গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় নিরাপত্তারক্ষীদের পল্টা গুলিতে ওই বন্দুকধারীও প্রাণ হারিয়েছেন।

এ বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, এ হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App