×

আন্তর্জাতিক

তোষাখানার সেই উপহার নিলামে তোলার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম

তোষাখানার সেই উপহার নিলামে তোলার ঘোষণা
তোশাখানা মামলায় ইমরান খান গ্রেপ্তার হওয়ার চার দিনের মাথায় রাষ্ট্রীয় কোষাগারে থাকা সব উপহার নিলামে তোলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, তোশাখানার উপহার বিক্রি করে যে টাকা আসবে তা গরীব ও অসহায় মানুষের জন্য ব্যবহার করা হবে। পাকিস্তানভিত্তিক সম্প্রচারমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, সম্প্রতি কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই), অল পাকিস্তান নিউজপেপার সোসাইটি (এপিএনএস) এবং পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন শাহবাজ। শাহবাজ বলেন, ‘আমি তোশাখানায় থাকা লাখ লাখ রুপি মূল্যের সব উপহার নিলাম করার ঘোষণা করছি। তবে এর পুরো টাকা কল্যাণ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মতো এতিম শিশুদের প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও যাবে না। এই অর্থ আমরা একটি সংস্থার অধীনে হস্তান্তর করব যাতে এতিমদের সহায়তা করা যায়; যারা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না।’ তোষাখানা ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি পাকিস্তানের মন্ত্রীপরিষদের অধীনে পরিচালিত হয়। দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি অমলা ও কর্মকর্তারা বিদেশ থেকে যেসব উপহার পান তা এই তহবিলে রাখা হয়। অভিযোগ রয়েছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ক্ষমতায় থাকাকালে তোষাখানার কিছু উপহার ইমরান খান বিক্রি করে দিয়েছেন। তোষাখানার উপহার নিয়ে দুর্নীতি করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের করা সেই ফৌজদারি মামলায় গত ৫ আগস্ট রায় হয়। এতে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর তিন বছরের কারাদণ্ড হয়। রায়ের আধাঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ইমরান খান পাঞ্জাবের অ্যাটক কারাগারে সি-ক্লাসের একটি সেলে আটক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App