×

আন্তর্জাতিক

রুশ তেল ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম

রুশ তেল ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা
কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তারা বলছেন, শুক্রবার রাতে ক্রিরমিয়ার কার্চ প্রণালীতে ট্যাংকারটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েঠে। তবে এর ১১ জন ক্রুর কেউই আহত হননি। ইউক্রেন এ ঘটনার ব্যাপারে প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।খবর তাস ও বিবিসির। তবে বিবিসিকে এক ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী সূত্র বলেছে, ওই হামলায় একটি সামুদ্রিক ড্রোন ব্যবহৃত হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনীর এ অপারেশনটিতে ৪৫০ কেজি টিএনটি বিস্ফোরক ব্যবহার করেছে বলেও সূত্রটি দাবি করে। কার্চ সেতুর ১৭ মাইল দূরে থাকার সময় হামলার শিকার হওয়া রুশ ট্যাংকারটিতে তেল ভর্তি ছিল এবং এজন্য আগুনের শিখা অনেক দূর থেকে দেখা গেছে। তবে এক রুশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, ট্যাংকারটি ইঞ্জিনরুমের খুব বেশি ক্ষতি হয়নি এবং জাহাজটি ভাসমান রয়েছে। গত দুদিনে এ নিয়ে এ ধরনের দুটি হামলা চালানো হলো। গত শুক্রবার নভোরোসিস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর একটি জাহাজের ওপর ইউক্রেনীয় ড্রোন হামলা হয়। দুমাস আগে ইউক্রেনীয় বাহিনী যে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে - তাতে এ পর্যন্ত সামান্যই অগ্রগতি হয়েছে বলে বলে বিশ্লেষকরা দাবি করছেন। রাশিয়া এখনো ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূমি দখল করে রয়েছে- যার মধ্যে দোনেৎস্ক ও মারিউপোল শহর দুটিও আছে। ২০২২ সালের নভেম্বরে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর পুনর্দখল করার পর ইউক্রেন কোন বড় বিজয় পায়নি। গত দুই মাস ধরে ৭০০ মাইল এলাকাব্যাপী ফ্রন্টলাইনের প্রধানত তিনটি জায়গায় ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে। তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যতটা আশা করেছিল- তার তুলনায় অগ্রগতি একেবারেই কম। কিছু জায়গায় তারা ১০ মাইল পর্যন্ত এগুতে পেরেছে। সাকিবকে নিয়ে পাপনের সন্দেহ! এশিয়া কাপ শুরুর আর মাত্র ২৫ দিন বাকি, অথচ এখন পর্যন্ত অধিনায়কই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এ নিয়ে দোলাচল শুরু হয়। অধিকাংশ টাইগার ক্রিকেটভক্ত ও সাবেক ক্রিকেটাররা অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসানকেই এগিয়ে রেখেছেন। তবে সাকিবই টাইগারদের নেতৃত্বের আসনে বসবেন কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানান, সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। পাপন বলেন, সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। এদিকে সাকিবই বা অধিনায়কত্ব নিতে দায়িত্ব নিতে রাজি হবেন কি-না, সেই প্রশ্নও থেকে যায়। পাপন জানান, এখন পর্যন্ত চয়েজ ঠিক করেননি। বিসিবি সভাপতি আরও বলেন, এখানে দুটি সমস্যা, সেটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি নতুন একজনকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কিনা, সেটাও বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App