×

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলিদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম

পশ্চিমতীরে ইসরাইলিদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

স্বজনদের আহাজারি

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে ২ ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। এদের মধ্যে জেসা জামাল মেতান নামে এক তরুণকে রামাল্লা শহরের কাছে বুরকা গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা গুলি করে এবং মাহমুদ আবু সায়ান নামে আরেক ফিলিস্তিনি যুবককে পূর্ব তুলকারম শহরে ইসরাইলি সেনারা খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার ১৯ বছর বয়সী জেসা জামাল মেতান নামে ওই তরুণ প্রাণ হারান। খবর: ওয়াফার। ফিলিস্তিনি গণমাধ্যমের খবর অনুযায়ী-অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরাইলি সেনরাও বুরকা গ্রামে হামলা চালায়। গ্রামটির অধিবাসীরা জানিয়েছেন, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অস্ত্র নিয়ে ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনার ওপর গুলিবর্ষণ করে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় গ্রামের তরুণরা পাথর নিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করলে তাদের ওপর গুলি চালায় ইহুদীবাদীরা। এতে জেসা জামালের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হয়। এদিকে, পূর্ব তুলকারম শহরের একটি শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনাদের হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৮ বছর বয়সী ওই যুবকের নাম মাহমুদ আবু সায়ান। তাকে ইহুদিবাদী সেনারা খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন। এক বিবৃতিতে হামাস শহীদ পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা জানিয়ে বলেছে, বীর প্রতিরোধ যোদ্ধাদের প্রতি স্যালুট যারা সাহসের সঙ্গে শরণার্থী শিবির রক্ষা এবং আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করেছেন। ইসলামি জিহাদ আন্দোলন এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছে, ইহুদিবাদীদের এই হামলা এবং হত্যাযজ্ঞ আমাদের জনগণের মধ্যকার প্রতিরোধ সংগ্রামের ইচ্ছাকে দুর্বল করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App