×

আন্তর্জাতিক

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের আদালত। একইসঙ্গে পিটিআই চেয়ারম্যানকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এক কোটি রুপি জরিমানাও করেছেন আদালত।

শরিবার (৫ আগস্ট) বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে এ রায় দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে তার আইনজীবী ইন্তাজার হুসেন তাক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাড়ি থেকে হেফাজতে নেয়া হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। তার বিরুদ্ধে গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App