×

আন্তর্জাতিক

রাশিয়ায় বিরোধীদলীয় নেতার আরও ১৯ বছরের সাজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৯:০৯ এএম

রাশিয়ায় বিরোধীদলীয় নেতার আরও ১৯ বছরের সাজা

রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মস্কো থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে শুক্রবার নাভালনিকে এ সাজা দেয়া হয়। খবর বিবিসির। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে ৪৭ বছর বয়সী নাভালনিকে নতুন করে সাজা দিয়েছে। তবে নাভালনি অভিযোগ অস্বীকার করছেন। নাভালনিকে ২০ বছরের কারাদণ্ড দেয়ার দাবি তুলেছিলেন সরকারি কৌঁসুলিরা। পুতিনের প্রধান সমালোচক নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে আছেন। প্যারোলের শর্ত লঙ্ঘন, প্রতারণা ও আদালত অবমাননার দায়ে ৯ বছরের সাজা ভোগ করছেন তিনি। নাভালনি ও তার সমর্থকদের দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালতের রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নাভালনি বলেন, ভিন্নমত পোষণকারীদের ভয় দেখাতে ‘স্তালিন শাসনামলের’ মতো তার দণ্ড হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সাহস না পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App