×

আন্তর্জাতিক

রাশিয়ায় প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম

রাশিয়ায় প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ

ইউক্রেন যুদ্ধের খরচ ক্রমবর্ধমান গতিতে বাড়তে থাকার ফলে চলতি বছর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা প্রায় দ্বিগুণ করেছে রাশিয়া। এই লক্ষ্যমাত্রা ১০ হাজার কোটি ডলারেরও বেশি (৯ লাখ ৭০ হাজার রুবল)।

রাশিয়ার অর্থনীতিবিদরা এই ব্যয়কে পুরো সরকারি খরচের এক-তৃতীয়াংশ হিসেবেই দেখছেন। খবর রয়টার্সের।

রাশিয়ায় সুনির্দিষ্ট সরকারি খাতে ব্যয় সংক্রান্ত বাজেটের তথ্য প্রকাশ হয়নি। এর মধ্যেই প্রতিরক্ষায় খরচের এই পরিসংখ্যান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যয়ের বহরই সামনে নিয়ে এসেছে।

সরকারি নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের কেবল প্রথমার্ধেই রাশিয়া প্রতিরক্ষায় ১২ শতাংশ বা ৬০ হাজার কোটি রুবল বাড়তি খরচ করেছে। যা প্রতিরক্ষায় চলতি বছরের ব্যয়ের মূল লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৮ হাজার কোটি রুবলের চেয়ে বেশি।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিরক্ষায় রাশিয়ার খরচ হয়েছে ৫ লাখ ৫৯ হাজার কোটি রুবল। যা বর্তমান সময়ে ব্যয় হওয়া মোট ১৪ লাখ ৯৭ হাজার কোটি রুবলের ৩৭ দশমিক ৩ শতাংশ। রাশিয়ার বাজেট পরিকল্পনায় জাতীয় প্রতিরক্ষায় মোট ৭১ দশমিক ১ শতাংশ তহবিল ব্যয় ধরা হয়েছে।

তবে এই খরচের বিষয়ে রাশিয়ার সরকার কিংবা অর্থ মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

রপ্তানি রাজস্ব কমে যাওয়ায় এরই মধ্যে রাশিয়ার বাজেটে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন অভিযানের কারণে রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় আরো বাড়লে বাজেটে ঘাটতিও আরো বাড়বে।

সর্বশেষ প্রকাশিত তথ্যানুসারে রাশিয়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সামরিক খাতে ২ লাখ কোটি রুবল ব্যয় করেছে। বছরের প্রথমার্ধে বাজেট খরচ ছিল ২ লাখ ৪৪ হাজার কোটি রুবল। যা ২০২২ সালের এই সময়ের চেয়ে বেশি। এছাড়া, রাশিয়ার সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, প্রতিরক্ষা খাতে বাড়তি আরো ৯৭ দশমিক ১ শতাংশ তহবিল দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App