×

আন্তর্জাতিক

৫০ যুদ্ধজাহাজ ও ৩০ জঙ্গিবিমান নিয়ে রাশিয়ার নৌমহড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১২:২৪ পিএম

৫০ যুদ্ধজাহাজ ও ৩০ জঙ্গিবিমান নিয়ে রাশিয়ার নৌমহড়া

ছবি: আনাদোলু

রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে। ৫০টি যুদ্ধজাহাজ ও ৩০টি জঙ্গিবিমানের অংশগ্রহণে অনুষ্ঠানরত এ মহড়ায় তাজা গোলাগুলি ব্যবহার করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বুধবার বলেছে, বাল্টিক সাগরে ‘ওশ্যান শিল্ড-২০২৩’ নামে নৌমহড়া শুরু হয়েছে। খবর আনাদোলুর।

মহড়ায় রাশিয়ার বাল্টিক নৌবহরের ৩০টি যুদ্ধজাহাজের পাশাপাশি ২০টি সহযোগী নৌযান এবং ৩০টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ায় ৬ হাজার নৌসেনা অংশ নিচ্ছে এবং এতে তাজা গুলি ব্যবহার করে অন্তত ২০০টি সামরিক অনুশীলনের পরিকল্পনা করা হয়েছে।

বাল্টিক সাগরের একই এলাকায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মহড়ার প্রতিক্রিয়ায় রাশিয়া মাঝেমধ্যে ওই সাগরে মহড়া চালায়।

এছাড়া, রাশিয়া এমন সময় এবারের মহড়া চালাচ্ছে যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন এখন তুঙ্গে।

ইউক্রেনে রাশিয়া যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তাতে ক্রিমিয়া উপত্যকায় মোতায়েন রুশ সেনাবাহিনীর পাশাপাশি রুশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App