×

আন্তর্জাতিক

চাঁদা তুলে কেনা লটারিতে মিলল ১০ কোটি রুপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম

চাঁদা তুলে কেনা লটারিতে মিলল ১০ কোটি রুপি

ছবি: বিবিসি

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার পরিচ্ছন্নতা কর্মীদের চাঁদা তুলে কেনা লটারি জিতল ১০ কোটি রুপির জ্যাকপট।

গত জুন মাসে ১১ জন নারী পরিচ্ছন্নতা কর্মী চাঁদা তুলে এই লটারি কিনেন। খবর বিবিসির।

এসব নারী পরিচ্ছন্নতা কর্মীরা কেরালার মালাপ্পুরম জেলার পারাপ্পানগাদি শহরে বাসা বাড়ি থেকে গৃহস্থলী বর্জ্য সংগ্রহ করেন।

এ কাজ করে তারা প্রতিদিন সাধারণত ২৫০ রুপি পান। এ ছাড়া তারা মাঝে মধ্যে স্থানীয় কর্পোরেশনের বর্জ্য থেকে সংগ্রহ করা বিভিন্ন জিনিস বিক্রি করে কিছু টাকা উপার্জন করেন তারা।

কিন্তু তাদের উপার্যিত এ অর্থ পরিবারের ভরণপোষণ মেটানোর জন্য যথেষ্ট নয়।অধিকাংশ নারী তাদের সন্তানদের লেখাপড়া ও অন্য খরচের জন্য টাকা ধার করে থাকেন।

এ কারণে তারা মাঝেমধ্যে নিজেরা কয়েকজনে মিলে লটারির টিকিট কিনেন। ভারতে অনেক রাজ্য সধারণত লটারি অবৈধ। কিন্তু কেরালা সরকার এ প্রোগ্রামটি নিজেই চালায়।

গত মাসে তারা কয়েকজন মিলে ২৫০ টাকার লটারি কিনেন। আর তাতেই তারা জিতেন ১০ কোটি রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App