×

আন্তর্জাতিক

ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল সৌদি আরব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০১:০৩ পিএম

ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল সৌদি আরব

সৌদি আরব। ফাইল ছবি

ডেনমার্কে পবিত্র কুরআনের কপি পোড়ানোর ঘটসায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে।

ডেনমার্কের চরমপন্থী একটি গোষ্ঠী গত ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডেনিশ চার্জ দ্য 'অ্যাফেয়ার্সকে সৌদি সরকারের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদের বার্তা দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কুরআনের অবমাননা সব ধর্মীয় শিক্ষা এবং আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এ ধরনের অবমাননাকর কর্মকাণ্ড বন্ধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ইতোপূর্বে ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের পক্ষ থেকেও নিজ নিজ দেশে অবস্থিত ডেনমার্ক এবং সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App