×

আন্তর্জাতিক

স্পর্শকাতর তথ্য প্রকাশের সাজা ৫ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম

স্পর্শকাতর তথ্য প্রকাশের সাজা ৫ বছর

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ১৯৫২ সালের সামরিক আইনে পরিবর্তন এনে নতুন বিল পাস করেছে দেশটির সিনেট। নতুন সংশোধনীতে সামরিক বাহিনী সংক্রান্ত তথ্য ফাঁসের জন্য কঠিন শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া পাক সামরিক বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো আচরণকেও শাস্তির আওতায় আনা হয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার (২৭ জুলাই) পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন। এর নাম দেয়া হয় ‘পাকিস্তান আর্মি অ্যাক্ট-২০২৩’। এতে বলা হয়, যারা পাকিস্তান সেনাবাহিনীর স্বার্থের সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করবে, তাদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ও আর্মি অ্যাক্ট প্রয়োগ করা হবে। জিও টিভি জানিয়েছে, নতুন আইন অনুযায়ী কেউ যদি সামরিক বাহিনী কিংবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো তথ্য ফাঁস করে তাহলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হবে। কোনো তথ্যকে প্রকাশ্যে আনার আগে অবশ্যই সামরিক বাহিনীর প্রধান কিংবা কোনো কর্মকর্তার অনুমোদন প্রয়োজন পড়বে। এছাড়া সামরিক বাহিনীর মানহানি রোধেও আইনে সাজার ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়, কেউ যদি সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে সামরিক বাহিনীর জন্য অবমাননাকর কিছু লেখে বা পোস্ট করে, তাহলে তাদেরকে ‘প্রিভেনশন অব ইলেক্ট্রনিক ক্রাইমস অ্যাক্ট’-এর অধীনে সাজা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App