×

আন্তর্জাতিক

ফিলিপাইনে হ্রদে নৌকাডুবি, নিহত ২৩ নিখোঁজ ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম

ফিলিপাইনে হ্রদে নৌকাডুবি, নিহত ২৩ নিখোঁজ ৬

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানীর কাছে একটি হ্রদে একটি ছোট নৌকা ডুবে ২৩ জন নিহত এবং ছয়জন নিখোঁজ হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানায় উদ্ধারকারীরা। উপকূলরক্ষী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো বলেছেন, টাইফুন ডকসুরি উত্তর ফিলিপাইনে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা পর ম্যানিলার ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লেগুনা হ্রদে দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপির।

টেলিরাডিও টিভিকে এক সাক্ষাৎকারে বালিলো বলেন, হঠাৎ দমকা হাওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বাঁ দিকে দৌড়ে যায় এবং নৌকাটি ডুবে যায়।

পৌরসভার উদ্ধারকারী কর্মকর্তা কেনেথ সিরাডোস বলেন, ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।

তিনি আরো বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করেছে এবং ৪০ জন বেঁচে আছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ছয়জনের জন্য হ্রদটিতে অনুসন্ধান করছেন বলেও সিরাডোস জানান।

সাত হাজারেরও বেশি দ্বীপের দ্বীপপুঞ্জ ফিলিপাইনের দুর্বল সামুদ্রিক নিরাপত্তা রেকর্ড রয়েছে।

প্রতিবছর সমুদ্রে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। সাধারণত মাছ ধরার জন্য বা মানুষকে একটি ছোট দ্বীপ থেকে অন্য দ্বীপে স্থানান্তরের জন্য কাঠের ছোট নৌকা ব্যবহৃত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App