×

আন্তর্জাতিক

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হুন সেনের ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম

কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হুন সেনের ছেলে
আগামী আগস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। হুন সেনের পরিবর্তে কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তার ছেলে হুন মানেত। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ সম্প্রচারে হুন সেন বলেন, আমি ঘোষণা করছি যে আমি আর প্রধানমন্ত্রীর পদে থাকবো না, এবং জনগণকে এ বিষয়টি উপলব্ধি করতে বলছি। আগামী ১০ আগস্ট আমার পুত্রকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে। এদিকে, দেশটিতে একটি প্রতিযোগিতাবিহীন নির্বাচনে হুন সেনের পার্টি সবগুলো আসনে বিজয়ী হবার তিন দিন পর এ ঘোষণা এলো। এরকম একটি ঘোষণা যে আসতে পারে তা আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল। উল্লেখ্য, ৭০ বছর বয়স্ক হুন সেন এখন পৃথিবীর সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতাসীন নেতাদের অন্যতম। কম্বোডিয়ায় প্রায় চার দশক ধরে ক্ষমতাসীন হুন সেনের শাসন ক্রমশঃই আরো একনায়কতান্ত্রিক হয়ে উঠছিল। সুত্র-বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App