×

আন্তর্জাতিক

গ্রেটাকে জরিমানা করল সুইডিশ আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১০:৪৬ এএম

গ্রেটাকে জরিমানা করল সুইডিশ আদালত

ছবি: সংগৃহীত

পুলিশি নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ করার এক মামলায় সুইডেনের পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।

গত মাসে সুইডেনের মালমো বন্দর অবরোধ করার অভিযোগে করা মামলায় সোমবার (২৪ জুলাই) তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।একইসঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

সুইডিশ পার্লামেন্টের সামনে দিনের পর দিন বিক্ষোভ করে বিশ্বজুড়ে তরুণ জলবায়ু কর্মীদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন ২০ বছর বয়সী গ্রেটা থানবার্গ।

সোমবার আদালতের কাছে তিনি পুলিশের আদেশ অমান্য করেছিলেন বলে স্বীকারোক্তি দেন। তবে তিনি দোষী নন বলেও দাবি করেছেন।

সুইডিশ এই জলবায়ু আন্দোলনকর্মী বলেছেন, তিনি প্রয়োজনের স্বার্থে মালমো বন্দর অবরোধ করেছিলেন।

মালমোর আদালত তরুণ এই জলবায়ুকর্মীকে দোষী সাব্যস্ত করে আড়াই হাজার সুইডিশ ক্রোনা জরিমানা করেছে। গত ১৯ জুন মালমো বন্দর অবরোধ করে ‘রিক্লেইম ফর ফিউচার’ নামের পরিবেশ আন্দোলন গ্রুপ ওই বিক্ষোভের ডাক দিয়েছিল। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে মালমো বন্দর অবরোধ করে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App