×

আন্তর্জাতিক

নারীকে বিবস্ত্র করার ঘটনায় মণিপুরে আরেক অভিযুক্ত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম

নারীকে বিবস্ত্র করার ঘটনায় মণিপুরে আরেক অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: আনন্দবাজার

ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো সাতজনে। সোমবার মণিপুরের থৌবল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মণিপুরের একটি আদিবাসী সংগঠনের দাবি, নারীদের বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগে এখন ধরপাকড় শুরু হলেও মূল ঘটনা দু’মাস আগের।খবর আনন্দবাজার পত্রিকার। গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় ওই দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানো হয়। তাদের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও দাবি ওই আদিবাসী সংগঠনের। সংগঠনটির অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু এত দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। কিছু দিন আগে ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৬ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় নানা মহল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার নিন্দা জানান। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় প্রথম গ্রেপ্তার করা হয়েছিল গত ২০ জুলাই। পরে ওই দিনই আরও তিন অভিযুক্তকে ধরা হয়। এরপর শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চম অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই পুলিশের হাতে গ্রেপ্তার হয় ষষ্ঠ অভিযুক্তও, তবে সে নাবালক। গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। দু’সম্প্রদায়েরই বহু নারী নির্যাতনের শিকার হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মণিপুরের বিজেপি শাসককে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। অন্যদিকে, অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন করেছেন সমাজকর্মী আন্না হাজারে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে প্রমুখ। গত ৩ মে থেকে মণিপুরে চলা জাতিগত সহিংসতায় এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App