×

আন্তর্জাতিক

বৈঠকে লুকাশেঙ্কো-পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:৩৬ পিএম

বৈঠকে লুকাশেঙ্কো-পুতিন

রবিবার সেন্ট পিটার্সবার্গে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ছবি: এএফপি

সেন্ট পিটার্সবার্গে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে রবিবার (২৩ জুলাই) বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে লুকাশেঙ্কো রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার বাহিনীর সাম্প্রতিক বিদ্রোহাবসানে ভূমিকা রাখেন ও এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন ও তার বেশ কয়েকজন যুদ্ধসঙ্গীকে বেলারুশে আশ্রয় দিয়েছেন। এ ঘটনার পর পুতিনের সঙ্গে তার এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। যার কারণে এই বৈঠক যারপরনাই গুরুত্বপূর্ণ। রুশ গণমাধ্যমে বৈঠক প্রসঙ্গে পুতিন আগে থেকেই বলে রেখেছেন, কয়েক দিন ধরে তাদের এই আলোচনা চলতে পারে। খবর ইয়ন নিউজের।

এদিকে, তিনি দাবি করেন, ইউক্রেনের পাল্টা অভিযান ব্যর্থ হয়েছে।

আরো পড়ুন: ওডেসায় রুশ হামলা, নিহত ১, আহত ১৯

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, লুকাশেঙ্কোর এই সফর চলাকালীন দুই নেতার আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব নিয়ে কথাবার্তা হবে। এর আগে লুকাশেঙ্কো আভাস দেন, তাকে ওয়াগনারের যোদ্ধাদের সংযত করতে হয়েছে। কারণ তারা পোল্যান্ডে প্রবেশ করতে আগ্রহী ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App