×

আন্তর্জাতিক

রাখাইনে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সংগঠনের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৪:১৫ পিএম

রাখাইনে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সংগঠনের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যের বুথিডাং শহরতলীতে আরাকান আর্মি (এএ) এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিন (এআরএসএ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার (১৯ জুলাই) সেন হ্নিন প্যায়ার এবং গু দার পাইন গ্রামের মধ্যবর্তী মায়ু পাহাড়ে দুপক্ষের মধ্যে ভয়াবহ ওই লড়াই হয়। খবর দ্য ইরাবতীর।

আরাকান আর্মি (এএ) সূত্রে জানা যায়, এ ঘটনায় আরাকান আর্মির এক সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছে।

তাদের দাবি, রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৫ সদস্যকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা স্যালভেশন আর্মির অস্ত্রসহ তাদের একটি ঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মি।

উভয় পক্ষই লড়াইয়ের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এআরএসএ সৈন্যরা মায়ু পাহাড়ের আরাকান আর্মি অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করলে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App