×

আন্তর্জাতিক

কানাডাতে ভয়াবহ বন্যা, দুই শিশুসহ নিখোঁজ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:১৮ পিএম

কানাডাতে ভয়াবহ বন্যা, দুই শিশুসহ নিখোঁজ ৪

ছবি: বিবিসি

ভারী বৃষ্টিপাতে কানাডার নোভা স্কটিয়া এক ডুবন্ত শহরে পরিণত হয়েছে। ভয়াবহ এ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যায় এখন পর্যন্ত দুই শিশুসহ চারজনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ জুলাই) প্রদেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এদিকে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ৫০ বছরের মধ্যে এই প্রথম আটলান্টিকের এ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলো। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে দুর্বিষহ জীবনযাপন করছেন।

পুলিশের এক প্রতিবেদনে জানানো হয়, কিছু কিছু স্থানে গত তিন মাসে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভয়াবহ পরিস্থিতির কারণে নিখোঁজদের খুঁজতে স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে।

নিখোঁজ চারজনের মধ্যে দুই শিশু গাড়ির মধ্যে ছিল। এ সময় গাড়িটি বন্যার পানিতে ডুবে যায়। গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গাড়ি থেকে বের হতে সক্ষম হলেও দুই শিশু বের হতে পারেনি।

পুলিশ আরো জানায়, ওই একই এলাকায় গাড়ির মধ্যে থাকা আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বন্যার পানিতে তার গাড়িটি তলিয়ে যায়। দুই উদ্ধারকর্মী তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়। এরই মধ্যে বন্যার প্রভাবে নোভা স্কটিয়াতে রাস্তাঘাট ডুবে গেছে, সেতুগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কিছু স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হোস্টন বলেন, অবস্থা খুবই ভয়াবহ, আমাদের সাতটি সেতু পুনরায় নির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, বন্যার প্রভাবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পানি কিছুটা কমতে পারে বলে জানান তিনি।

এ বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ বিদ্যুৎ হীন হয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর ভাবে বন্যা পর্যবেক্ষণ করছেন। এছাড়া তিনি স্থানীয় সরকারকে দুর্গতদের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App